ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:১৩ পিএম
মোসাদের জ্যেষ্ঠ গুপ্তচর মোহসেন ল্যাঙ্গার-নেশিন ছবি: সংগৃহীত

ইসরায়েলি সরকারের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কর্মরত একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় এই কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তেহরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার জানিয়েছে, বুধবার (৩০ এপ্রিল) সকালে বিচার, আপিল এবং ইরানের সুপ্রিম কোর্ট কর্তৃক রায়ের চূড়ান্ত নিশ্চিতকরণসহ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার পর 'মোহসেন ল্যাঙ্গার-নেশিন' নামক ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

বিচার বিভাগের মতে, ল্যাঙ্গার-নেশিন ২০২০ সালের শেষের দিকে মোসাদের সঙ্গে কাজ শুরু করেন এবং উন্নত গুপ্তচরবৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণের তিন মাস পরে তার প্রথম মিশন সম্পন্ন করেন।

দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের অভ্যন্তরে মোসাদ-সংশ্লিষ্ট সন্ত্রাসী অভিযানের জন্য ব্যাপক লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন, যার মধ্যে তেহরানে সাইয়্যাদ খোদায়ির হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত ছিল।