মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:১৩ এএম

মধ্যপ্রাচ্যে শক্তির প্রদর্শন : চীন, ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক মহড়া

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১০:১৩ এএম

মধ্যপ্রাচ্যে শক্তির প্রদর্শন : চীন, ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক মহড়া

ছবি: এএফপি

চীন, ইরান এবং রাশিয়া মধ্যপ্রাচ্যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। অঞ্চলটিতে তেহরানের দ্রুত বর্ধনশীল পারমাণবিক কর্মসূচি এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জাহাজে নতুন আক্রমণের হুমকির মাঝেই শুরু হলো এ মহড়া, যা তাদের শক্তির প্রদর্শন হিসাবে দেখা হচ্ছে।


 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের চাবাহার বন্দরের কাছে ‘সিকিউরিটি বেল্ট-২০২৫’ মহড়াটি ২০১৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। এটি ইরান, চীন এবং রাশিয়ার পঞ্চম যৌথ নৌমহড়া।

বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে এই মহড়াগুলোকে তিনটি কর্তৃত্ববাদী শক্তির মধ্যে ক্রমবর্ধমান অংশীদারত্বের প্রদর্শন হিসেবে দেখে আসছেন। কারণ তারা মার্কিন প্রভাবকে ভারসাম্যহীন করতে এবং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে চায়। ‘চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ ও সহায়তা জাহাজ, সেই সঙ্গে ইরানের নৌবাহিনীর সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ’ মহড়ায় অংশগ্রহণ করেছে। এ অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর প্রতিনিধিত্ব করছে দুটি কর্ভেট ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ট্যাঙ্কার।-সিএনএন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বেশ কয়েক দিন ধরে, ক্রুরা আটক জাহাজ উদ্ধার, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধারের পাশাপাশি সমুদ্র ও আকাশ লক্ষ্যবস্তুতে কামানের গোলা নিক্ষেপ করবে।’

উল্লেখ্য, মহড়ায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকছে আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা।

আরবি/এসএম

Link copied!