মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১১:৫৫ এএম

মমোর দোকানে অভিযান, ফ্রিজে পাওয়া গেল কুকুরের মাথা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ১১:৫৫ এএম

মমোর দোকানে অভিযান, ফ্রিজে পাওয়া গেল কুকুরের মাথা

প্রতীকী ছবি

ভারতের পাঞ্জাবের মোহালিতে একটি মমো ও স্প্রিং রোলের দোকানে  অভিযান চালিয়ে দোকানের ভেতরে একটি ইউনিটের ফ্রিজে কুকুরের মাথা পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে দোকান পরিচালনার অভিযোগ আসার পর সেখানে অভিযান পরিচালনা করে সেখানকার স্বাস্থ্য বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, স্বাস্থ্য বিভাগের সঙ্গে এই অভিযানে ছিল মিউনিসিপ্যাল করপোরেশনও। তারা সম্প্রতি একটি ভিডিও দেখে সেখানে অভিযান চালায়। ভিডিওতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছে মমো ও স্প্রিং রোল।  

অভিযান চলাকালীন একটি ফ্রিজে মিলে কুকুরের মাথা। যদিও দোকানের কর্তৃপক্ষের দাবি, ওই মাথা যে কুকুরের, সেই কুকুরের মাংস তাদের খাবারে ব্যবহার করা হয়নি। সেখানকার একজন কর্মী মাথাটি ফ্রিজে রেখেছেন। হোটেলের সেই কর্মী নেপালের নাগরিক।  

গত দুই বছর ধরে দোকানটি চণ্ডীগড়, পঞ্চকুলা ও কালকা জুড়ে প্রতিদিন এক কুইন্টালের বেশি মোমো এবং স্প্রিং রোল সরবরাহ করে আসছে। এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের দলগুলো ইউনিটের ভেতরে পাওয়া পচা ও নষ্ট মাংস এবং খাদ্যসামগ্রীর নমুনাও সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে স্প্রিং রোল, মোমো ও সস।

মোহালি পৌর করপোরেশন কারখানার মালিককে ১২ হাজার রুপি জরিমানা করেছে এবং প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যাগ পাওয়ার পর আরও ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে।

ইতোমধ্যে কুকুরের কাটা মাথাটি ভেটেরিনারি বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এটি ইউনিটের পণ্যগুলোতে ব্যবহৃত হচ্ছে কি না–তা নির্ধারণের জন্য পরীক্ষা করবে গবেষক দল। 

আরবি/এসএম

Link copied!