মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৪:৪৬ পিএম

এবার মিয়ানমারে ত্রাণবাহী গাড়িতে সামরিক বাহিনীর গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৪:৪৬ পিএম

এবার মিয়ানমারে ত্রাণবাহী গাড়িতে সামরিক বাহিনীর গুলি

মিয়ানমারে সামরিক জান্তার প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং ছবি: ব্লুমবার্গ নিউজ

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে ত্রাণবাহী গাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় সাহায্য নিয়ে আসা একটি কনভয়কে লক্ষ্য করে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে  মিয়ানমারের সেনাবাহিনী গুলি চালিয়েছে।

টায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) নামের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বলেছে, সামরিক সৈন্যরা ত্রাণ সহায়তা নিয়ে মান্দালে যাচ্ছিল। 

উত্তর শান রাজ্যের নাউং চো শহরের মধ্য দিয়ে যাওয়ার সময় ভারী মেশিনগান ব্যবহার করে নয়টি গাড়ির কনভয় লক্ষ্য করে গুলি করে মিয়ানমারের সেনাবাহিনী।

টিএনএলএ‍‍`র দাবি, কনভয়ের রুট এবং সাহায্য বিতরণের পরিকল্পনা আগে থেকেই  জান্তাকে জানানো হয়েছিল। তবে সামরিক বাহিনী বলেছে যে, কনভয়টি অতিক্রম করবে তা জানানো হয়নি এবং থামতে বললেও তারা থামেনি বলে গুলি করা হয়েছে। 

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জান্তা দাবি করেছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

গৃহযুদ্ধ কবলিত দেশটির তিনটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী প্রাকৃতিক দুর্যোগের এই বিপর্যস্ত অবস্থার মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে সাময়িকভাবে লড়াই বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। 

কিন্তু সামরিক জান্তার প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী । হ্লাইং বলেছেন, “মিয়ানমারের সামরিক বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।”

প্রসঙ্গত, শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে মিয়ানমারের মধ্যাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়। 

ভয়াবহ এ ভূমিকম্পে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। এছাড়া কয়েকশ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
 

আরবি/এসএম

Link copied!