মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১১:১৩ এএম

হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংসে ব্যর্থ ইসরায়েল!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ১১:১৩ এএম

হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংসে ব্যর্থ ইসরায়েল!

হামাসের ধ্বংসপ্রাপ্ত একটি টানেলের সামনে আইডিএফ ছবি: ইন্টারনেট

নিঃশেষ হয়ে যায়নি হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামাসের শক্তিশালী টানেল নেটওয়ার্ক ধ্বংসে অনেকটাই ব্যর্থ হয়েছে ইসরায়েল। 
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসের মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে । এখনো অক্ষত রয়েছে তাদের ৭৫ শতাংশ সুড়ঙ্গ (টানেল)। 

নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

বুধবার নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিউজ টুয়েলভকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি; কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল।

আইডিএফ নিউজ টুয়েলভকে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের।

প্রসঙ্গত, ইসরাইলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। সেই সুড়ঙ্গ লক্ষ্য করে নানা সময়ে হামলা করে তা গুড়িয়ে দিতে তৎপর ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

দীর্ঘ প্রায় দেড় বছর পর এবার জানা গেল, হামাসের মাত্র চার ভাগের এক ভাগ সুড়ঙ্গ চুরমার করতে সক্ষম হয়েছে ইসরাইল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারেরও বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস এখনও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তবে ইসরায়েলের অবিরত হামলায় তাদের শক্তি ও প্রভাব কিছুটা কমে গেছে ।    

আরবি/এসএম

Link copied!