দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে গিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য চীনকে মার্কিন প্রশাসনের চেয়ে অনেক ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন তিনি।
তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হচ্ছে চীন।’ বেইজিং-ওয়াশিংটনের চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই এমন মন্তব্য করলেন চীনা প্রসিডেন্ট।
বুধবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, শি বলেছেন, ‘উচ্চ-স্তরের কৌশলগত সহযোগিতা গভীর করা চীন এবং মালয়েশিয়া উভয়ের স্বার্থ, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য ভালো।’
শি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষ্ঠুর প্রশাসনের চেয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভালো বন্ধু বেইজিং। দেশগুলোর ওপর বিশাল শুল্ক আরোপ করার পরে ১০ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) ব্লকের অনেক দেশই তাদের (যুক্তরাষ্ট্র) আচরণে অসন্তুষ্ট হয়েছে।’
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মালয়েশিয়ার রাষ্ট্রদূত এবং আইনবিষয়ক মন্ত্রী মোহাম্মদ নাজরি আব্দুল আজিজ আলজাজিরাকে বলেন, ‘প্রধানমন্ত্রী আনোয়ারের অধীনে, মালয়েশিয়া চীনের খুব কাছাকাছি আসছে।
এটি একটি ভালো বিষয়। চীন আমাদের বলছে যে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার।’
চীনের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং উভয় দেশই লাভবান হচ্ছে। পাশাপাশি মালয়েশিয়া চীনের দিকে মনোযোগী হচ্ছে বলে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রদূত।
প্রসঙ্গত, শি জিনপিং মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। ২০১৩ সালের পর মালয়েশিয়ায় এটি তার প্রথম সফর।
ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেলের উন্নয়ন পর্যন্ত কয়েক ডজন বাণিজ্য সহযোগিতা চুক্তিতে সই করে মালয়েশিয়ায় গেছেন তিনি।
আপনার মতামত লিখুন :