আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে বাদ দিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শুনানি শেষে এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
গত বছরেই জানা গিয়েছিল, রাশিয়া এ সিদ্ধান্ত নিতে চলেছে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর সংগঠনটিকে তালিকা থেকে বাদ দিল রুশ কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া। এবার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস বলছে, বিচারক ওলেগ নেফেদভ ঘোষণা করেছেন, প্রসিকিউটর জেনারেলের অনুরোধে শুনানির পর বৃহস্পতিবারের এ রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে গত বছরের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র মনে করে রাশিয়া।’
আপনার মতামত লিখুন :