প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে গলা টিপে খুন করে স্ত্রী। আর এ ঘটনা ধামাচাপা দিতে সাপের ছোবল দেওয়ায় তারা। এবং সাপে কামড়ের ভিডিও ধারণ করে রাখা হয়। অথচ পুলিশের তদন্তে বেড়িয়ে আসে আসল ঘটনা। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মীরাটের আকবরপুর গ্রামে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম অমিত। তিনি পেশায় ছিলেন দিনমজুর। তার বাড়ি মীরাটের বহসুমা থানা এলাকায়।
প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী ও তার প্রেমিক মিলে খুনের পরিকল্পনা করে। এবং পরিকল্পনা অনুযায়ী হত্যা করে ঘর থেকে পালিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় প্রথমে ধারণা করা হয় তার সাপের কামড়ে মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ব্যক্তিকে একটি সাপ বারবার ছোবল করছিল। তবে আসল সত্যি বেরিয়ে আসে তার ময়নাতদন্তের প্রতিবেদনে।
ওই ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির গায়ে সাপের কামড় বসার আগে তাকে গলা টিপে হত্যা করা হয়।
আর এ খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিষাক্ত সাপ ব্যবহার করা হয়েছে অভিযুক্তরা।
পরে এ বিষয়ে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকারও ওই নারী।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, খুনের ঘটনা চাপা দেওয়ার জন্য বেদের কাছ থেকে ১০০০ টাকা দিয়ে সাপ কিনে রেখেছিল অভিযুক্তরা।
পুলিশের কাছে বর্তমানে গ্রেপ্তার আছে অভিযুক্তরা আসামিরা।