ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তে পারে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০২:৩৭ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা ছবি: সংগৃহীত

বিশ্লেষকরা আশঙ্কা করছেন বিশ্ববাজারে স্বর্ণের দাম ৩৭০০ ডলারে পৌঁছাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা, ট্রাম্পের পাল্টা শুল্কের হুমকি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে।

ফলে চলতি বছরের শেষে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩৭০০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে শীর্ষ বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স।

এর আগে প্রতিষ্ঠানটি স্বর্ণের সম্ভাব্য সর্বোচ্চ মূল্য ৩৩০০ ডলার বললেও, সর্বশেষ হালনাগাদ পূর্বাভাসে তারা জানায়- স্বর্ণের দাম ৩৬৫০ থেকে ৩৯৫০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

কেন বাড়ছে স্বর্ণের দাম?

গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামে এই ঊর্ধ্বগতি মূলত দুটি প্রধান কারণে ঘটছে। প্রথমত, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণের ক্রয় বৃদ্ধি ও দ্বিতীয়ত, স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ প্রবৃদ্ধি।

বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীরা এখন নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহী, বিশেষ করে শেয়ারবাজার ও ডলার বাজারে অস্থিরতার কারণে।

অর্থনৈতিক মন্দা এলে কী হবে?

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, যদি বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা বাস্তবে পরিণত হয়, তাহলে স্বর্ণের দাম আরও বেড়ে আউন্সপ্রতি ৩৮৮০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

তবে গোল্ডম্যান স্যাক্স সতর্ক করে জানিয়েছে, যদি রাজনৈতিক বা নীতিগত অনিশ্চয়তা প্রশমিত হয় এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসে, তবে বিনিয়োগকারীরা আরও হিসেব করে বিনিয়োগ করবেন। সে ক্ষেত্রে সোনার দাম ৩৫৫০ ডলার পর্যন্ত সীমিত থাকতে পারে।

বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের চাহিদা

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায়, ২০২৪ সালে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো টানা তৃতীয় বছরের মতো ১০০০ টনের বেশি স্বর্ণ কিনছে। বিশ্বজুড়ে গড় মাসিক চাহিদা এবার বেড়ে দাঁড়াতে পারে ৮০  টনে, যেখানে গত বছর তা ছিল ৭০ টন।

২০২৩ সালে সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক- মোট ৯০ টন। এ ছাড়া চীন, ভারত এবং তুরস্কও তাদের স্বর্ণ মজুত বাড়াচ্ছে।

গোল্ডপ্রাইস ডট অর্গ অনুযায়ী, ১৯ এপ্রিল, ২০২৫ বিশ্ববাজারে স্বর্ণের দাম সামান্য কমে দাঁড়িয়েছে ৩৩১৫ ডলার প্রতি আউন্সে। গত এক মাসে স্বর্ণের দাম বেড়েছে ২৭৯ ডলার ও গত এক বছরে বেড়েছে ৯২৬ ডলার।