রোমান ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা হিসেবে ১২ বছর দায়িত্ব পালনের পর ৮৮ বছর বয়সে মারা গেছেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
পোপ কী করেন?
পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। রোমান ক্যাথলিকরা বিশ্বাস করেন যে, পোপ যিশুখ্রিষ্টের সরাসরি বংশধর। খ্রিষ্টের প্রাথমিক শিষ্যদের মধ্যে প্রধান সেন্ট পিটারের জীবন্ত উত্তরসূরি হিসেবে তাকে বিবেচনা করা হয়।
বিশ্বের সমগ্র ক্যাথলিক চার্চ ও প্রায় ১.৪ বিলিয়ন ক্যাথলিকদের ওপর পোপের পূর্ণ কর্তৃত্ব থাকে।
যদিও অনেক ক্যাথলিকই ধর্মীয় বিধি-নিষেধ মানতে বাইবেল অনুসরণ করেন। এরপরও তারা পোপের দিকে চেয়ে থাকেন তার দিকনির্দেশনা পাওয়ার আশায়। বিশ্বের প্রায় অর্ধেক খ্রিষ্টান রোমান ক্যাথলিক। কিন্তু প্রোটেস্ট্যান্ট ও অর্থোডক্স খ্রিষ্টানসহ অন্যান্য সম্প্রদায় পোপের কর্তৃত্বকে স্বীকৃতি দেয় না।
পোপ বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে থাকেন। এটি ইতালির রাজধানী রোম দ্বারা বেষ্টিত। পোপ কোনো বেতন পান না। তবে তার সমস্ত ভ্রমণ খরচ ও জীবনযাত্রার খরচ বহন করে ভ্যাটিকান।
পোপ মারা গেলে কী হয়?
ঐতিহ্যগতভাবে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া একটি জটিল প্রক্রিয়া ছিল। তবে সম্প্রতি পোপ ফ্রান্সিস এই পুরো প্রক্রিয়াকে আরও জটিল করার পরিকল্পনা অনুমোদন দিয়েছিলেন।
পূর্ববর্তী পোপদের সাইপ্রেস, সীসা ও ওক দিয়ে তৈরি তিনটি নেস্টেড কফিনে সমাহিত করা হতো। আর পোপ ফ্রান্সিস দস্তা দিয়ে আবৃত একটি সাধারণ কাঠের কফিন বেছে নিয়েছেন।
তিনি জনসাধারণের দর্শনের জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি উঁচু প্ল্যাটফর্মে (ক্যাটাফাল্ক) পোপের মরদেহ রাখার ঐতিহ্যও বাতিল করে দিয়েছেন। এর পরিবর্তে তার মরদেহ কফিনের ভেতরে থাকা অবস্থায় শোকাহতদের শ্রদ্ধা জানাতে আমন্ত্রণ জানানো হবে, ঢাকনা খোলা থাকবে।
এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে পোপ হিসেবে প্রথম ফ্রান্সিসকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হবে। তাকে সেন্ট মেরি মেজরের ব্যাসিলিকায় সমাহিত করা হবে। রোমের চারটি প্রধান পোপের ব্যাসিলিকার মধ্যে এটি একটি।
ব্যাসিলিকা হলো এমন একটি গির্জা, যেখানে বিশেষ গুরুত্বের সঙ্গে সুযোগ-সুবিধা দিয়ে থাকে ভ্যাটিকান কর্তৃক। পোপের সঙ্গে প্রধান ব্যাসিলিকার একটি বিশেষ সংযোগ রয়েছে।
কে নির্বাচিত করবেন নতুন পোপ?
ক্যাথলিক চার্চের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা নির্বাচিত হন নতুন পোপ। এই প্রক্রিয়াকে কলেজ অফ কার্ডিনাল বলা হয়। সাধারণক বিশপ নিযুক্ত হন সরাসরি পোপ কর্তৃক।
বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন, যাদের মধ্যে ১৩৮ জন নতুন পোপের পক্ষে ভোট দেওয়ার যোগ্য। বাকিদের বয়স ৮০ বছরের বেশি হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। যদিও তারা কাকে নির্বাচিত করা উচিত, তা নিয়ে বিতর্কে অংশ নিতে পারবেন।
পোপ কীভাবে নির্বাচিত হন
পোপ মারা গেলে অথবা পদত্যাগ করলে ভ্যাটিকানে কার্ডিনালদের একটি সভার আহ্বান করা হয়। তারপরে কনক্লেভ হয়, যা নির্বাচন হিসেবে পরিচিত। ২০১৩ সালে পদত্যাগ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন পোপ বেনেডিক্ট ষোড়শ।
পোপের মৃত্যু ও তার উত্তরসূরি নির্বাচনের মধ্যবর্তী সময়ে চার্চ পরিচালনা করে কার্ডিনাল কলেজ। মাইকেলেঞ্জেলোর বিখ্যাত চিত্রকর্ম সিস্টিন চ্যাপেলের ভেতরে কঠোর গোপনীয়তার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ী নির্ধারণ না হওয়া পর্যন্ত কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীকে পুনরায় ভোট দেন, এ প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কয়েক দিন সময় লেগে যেতে পারে। গত শতাব্দীতে এই ভোটদান প্রক্রিয়া সপ্তাহ ও মাসব্যাপী চলেছে। এমনকি কিছু কার্ডিনাল কনক্লেভের সময় মারাও গেছেন।
নির্বাচন কীভাবে এগিয়ে চলেছে তার একমাত্র সূত্র হলো কার্ডিনালদের ব্যালট পেপার পোড়ানোর ফলে দিনে দুবার ধোঁয়া বের হয়। কালো রঙ এর ব্যর্থতার ইঙ্গিত। ঐতিহ্যবাহী সাদা ধোঁয়া মানে নতুন পোপ নির্বাচিত হয়েছেন।
নতুন পোপ সম্পর্কে সিদ্ধান্ত কীভাবে প্রকাশ করা হয়?
সাদা ধোঁয়া ওপরে ওঠার পর, নতুন পোপ সাধারণত এক ঘণ্টার মধ্যে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় উপস্থিত হন। কনক্লেভে অংশগ্রহণকারী সিনিয়র কার্ডিনাল ‘হাবেমাস পাপাম’ শব্দের মাধ্যমে সিদ্ধান্ত ঘোষণা করবেন। ল্যাটিন ‘হাবেমাস পাপাম’ অর্থ ‘আমাদের একজন পোপ আছে’।
এরপর তিনি নতুন পোপকে তার নির্বাচিত পোপের নাম ঘোষণা দিয়ে পরিচয় করিয়ে দেবেন, যা তার আসল নাম হতে পারে বা নাও হতে পারে। যেমন, পোপ ফ্রান্সিসের জন্ম নাম জর্জ মারিও বার্গোগলিও, কিন্তু তিনি অ্যাসিসির সেন্ট ফ্রান্সিসের সম্মানে তার পোপ পদের জন্য একটি ভিন্ন নাম বেছে নিয়েছিলেন।
কে হতে পারেন নতুন পোপ?
তত্ত্বগতভাবে, যেকোনো রোমান ক্যাথলিক পুরুষ, যিনি বাপ্তিস্ম নিয়েছেন তাকে পোপ নির্বাচনের জন্য বিবেচনা করা যেতে পারে। তবে বাস্তবে, কার্ডিনালরা তাদের নিজস্ব একজনকে বেছে নিতে পছন্দ করেন।
আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী পোপ ফ্রান্সিস যখন ২০১৩ সালে পূর্ববর্তী সম্মেলনে নির্বাচিত হন, তখন তিনি দক্ষিণ আমেরিকা থেকে আসা প্রথম পোপ নির্বাচিত হয়েছিলেন। লাতিন আমেরিকার এই অঞ্চলটিতে বিশ্বের প্রায় ২৮ শতাংশ ক্যাথলিক বসবাস করেন।
কিন্তু ঐতিহাসিকভাবে জানা যায়, কার্ডিনালরা একজন ইউরোপীয় অর্থাৎ বিশেষ করে একজন ইতালিয়ানকে বেছে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন পর্যন্ত নির্বাচিত ২৬৬ জন পোপের মধ্যে ২১৭ জন ইতালি থেকে এসেছেন।
তথ্যসূত্র: বিবিসি
আপনার মতামত লিখুন :