ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্বের চুক্তি অনুমোদন দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ২০ বছরের কৌশলগত অংশীদারত্বের এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।
জানা গেছে, এই চুক্তির অধীনে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও নিরাপত্তা খাত উল্লেখ রয়েছে। চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দুই দেশের মধ্যে এমন এক অঙ্গীকার, যার ফলে একে অপরের হামলাকারীদের অর্থ বা অস্ত্র দিয়ে সহযোগিতা করবে না।
স্পুটনিক ইন্টারন্যাশনালের বরাত দিয়ে মেহের নিউজ জানায়, সোমবার ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদনের জন্য আইনে স্বাক্ষর করেছেন।
২০ বছরের কৌশলগত অংশীদারত্ব চুক্তিটি প্রাথমিকভাবে চলতি বছরের জানুয়ারিতে পুতিন ও মাসুদ পেজেশকিয়ানের মধ্যে সম্মত হয়েছিল। পুতিনের আইনে স্বাক্ষর ইরানের সঙ্গে এই দীর্ঘমেয়াদি চুক্তির অনুমোদন প্রক্রিয়ার চূড়ান্ত পদক্ষেপ।
এই নথিটি রাশিয়ার সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে। গত ১৬ এপ্রিল রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল কর্তৃক একটি পূর্ণাঙ্গ বৈঠকে চুক্তিটি অনুমোদনের পর আইনটিতে স্বাক্ষর করা হয়েছে। সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমাও গত ৮ এপ্রিল চুক্তিটি অনুমোদন করেছে।
আপনার মতামত লিখুন :