অনলাইন অনুসন্ধান বাজারে একচেটিয়া আধিপত্যের অপব্যবহার করেছে- এই অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৫ বিলিয়ন পাউন্ড (৬.৬ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতিপূরণ চেয়ে একটি শ্রেণিগত মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনালে দায়ের করা মামলাটিতে বলা হয়েছে, গুগল তার প্রভাব খাটিয়ে বিজ্ঞাপনের জন্য বেশি দাম আদায় করেছে- যা প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব হতো না।
মামলার অভিযোগ অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল সার্চ এবং ক্রোম ব্রাউজার পূর্বে ইনস্টল করে রাখতে মোবাইল নির্মাতাদের সঙ্গে চুক্তি করেছে এবং আইফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে থাকতে অ্যাপলকে অর্থ দিয়েছে। এইভাবে গুগল তার প্রতিযোগীদের বাজার থেকে বাদ দেওয়ার কৌশল নিয়েছে।
হাজারো ব্যবসার পক্ষে মামলা করেছেন প্রতিযোগিতা আইন বিশেষজ্ঞ অর ব্রুক। তিনি বলেন, ‘গুগল ইচ্ছাকৃতভাবে তার সার্চ ইঞ্জিনে এমন ফিচার ও সুবিধা যোগ করেছে যা শুধু গুগলের বিজ্ঞাপন প্ল্যাটফর্মের জন্য উপযোগী, কিন্তু প্রতিযোগীদের জন্য নয়।’
ব্রুক বলেন, ‘ব্যবসাগুলোর সামনে কার্যত গুগল বিজ্ঞাপন ব্যবহারের বাইরে আর কোনো বিকল্প নেই। গুগলের শীর্ষ ফলের পাতায় স্থান পাওয়া দৃশ্যমানতার জন্য অপরিহার্য, এবং গুগল সেই অবস্থানকে ব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে।’
প্রতিযোগিতা ও বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যে প্রায় ৯০ শতাংশ অনুসন্ধান গুগলের মাধ্যমে হয় এবং ২ লাখের বেশি ব্যবসা গুগলের বিজ্ঞাপন সেবার ওপর নির্ভরশীল। চলতি বছরের জানুয়ারিতে সংস্থাটি গুগলের সার্চ পরিষেবা এবং বিজ্ঞাপন বাজারে এর প্রভাব নিয়ে তদন্ত শুরু করে।
আপনার মতামত লিখুন :