কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত সরকারের পাশে দাঁড়িয়েছে মিত্র ইসরায়েল।
বুধবার (২৩ এপ্রিল) রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন অজার বলেছেন, ‘সাধারণ মানুষের ওপর এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলতে। ভারত খুব ভালো করে জানে এ ধরনের পরিস্থিতির কীভাবে মোকাবিলা করতে হবে।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের অপরাধীরা আমাদের ভয় দেখানোর জন্য নতুন নতুন পন্থা খোঁজে। আমাদেরও সেভাবে এগোতে হবে। ওরা (সন্ত্রাসীরা) ঠিক যেভাবে ভাববে, সেভাবে আমাদেরও ভাবতে হবে। আমরা নিশ্চিত যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালাতে আমরা আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠব।’
পাশাপাশি এ ঘটনার পর ভারত সরকারের প্রতি আস্থা রেখে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, ‘ভারত সরকার জানে এই পরিস্থিতিতে ঠিক কীভাবে কাজ করতে হবে। আমরা সন্ত্রাসের মোকাবিলায় বৃহত্তর স্বার্থে ভারতের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’
ওই ঘটনায় ইসরায়েল দূতাবাস বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘পেহেলগামের নৃশংস সন্ত্রাসী হামলায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে সর্বতোভাবে রয়েছে।’
ইসরায়েলের বিবৃতি ও রাষ্ট্রদূতের বার্তা তাৎপর্যপূর্ণ। অতীতেও পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলি সমরাস্ত্র ব্যবহার করেছে ভারত। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আবারও পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন অজার।
গতকাল পুলওয়ামার পর জম্মু-কাশ্মীরে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এদিন বিকেলে পেহেলগামের এক রিসোর্টে পর্যটকদের ওপর হামলা চালায় বন্দুধারীরা। এ ঘটনায় এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে টিআরএফ।
ভারত দাবি করছে, এ হামলায় জড়িত টিআরএফের সদস্যদের বেশির ভাগই পাকিস্তানি। যদিও পাকিস্তানের ওপর ভারতের একপেশে দায় চাপানোর প্রতিবাদ করেছে ইসলামাবাদ।
আপনার মতামত লিখুন :