ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলে

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:৫১ এএম
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুথিরা ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটিতে ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। গোষ্ঠীটির দাবি, ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেটি থামাতে পারেনি।

শনিবার (২৬ এপ্রিল) টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান নিপীড়নের বিরুদ্ধে সংহতি জানিয়ে এই প্রতিরোধ চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করেছে। যদিও হুথিদের দাবি ভিন্ন- তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে নেভাতিম ঘাঁটিতে আঘাত হানে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই নারী ও শিশু। জানুয়ারিতে একবার যুদ্ধবিরতি ঘোষণা হলেও সাম্প্রতিক বিমান হামলা আবার নতুন করে সংঘাত উস্কে দিয়েছে।

২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগর, বাব আল-মানদাব প্রণালি ও এডেন উপসাগরের জলপথে ইসরায়েলগামী জাহাজগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তারা বলে আসছে, গাজায় ফিলিস্তিনিদের পক্ষে তাদের এই প্রতিরোধ চলবে।