ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পানি যুদ্ধ: সিন্ধুর অধিকার নিয়ে অটল পাকিস্তান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ১০:২২ এএম
পানি অধিকার রক্ষায় ভারতকে সতর্ক করলেন শাহবাজ শরিফ ছবি: সংগৃহীত

কাশ্মীরে সাম্প্রতিক সহিংস ঘটনার পর প্রতিবেশী রাষ্ট্র ভারত ঐতিহাসিক নদীচুক্তি বাতিল করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। এই প্রেক্ষাপটে সিন্ধু নদ নিয়ে নতুন করে সরব হয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন, ‘যেকোনো মূল্যে পাকিস্তান নিজের পানির অধিকার রক্ষা করবে।’

শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এই বার্তা দেন শাহবাজ। তিনি আরও বলেন, ‘পানি কখনো যুদ্ধের অস্ত্র হতে পারে না, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা এমন কোনো পদক্ষেপ বরদাস্ত করব না।’

প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, কাশ্মীরের পাহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ নেই। বরং গত দুই দশকে পাকিস্তান নিজেই সন্ত্রাসের ভুক্তভোগী, যেখানে অগণিত প্রাণহানি ও বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

পাহেলগাম ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত বলে জানান শাহবাজ। তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, উত্তেজনা নয়। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যদি ইরান কোনো উদ্যোগ নেয়, তাহলে পাকিস্তান তাতে স্বাগত জানাবে।’

কাশ্মীর প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘পাকিস্তান সবসময় কাশ্মীরের মানুষের পাশে থাকবে এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবি সমর্থন করবে। এই দাবি জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে দীর্ঘদিনের।’

১৯৮৯ সাল থেকে ভারতশাসিত কাশ্মীরে চলছে স্বাধীনতার জন্য বিদ্রোহ। বহু কাশ্মীরি বাসিন্দা এ আন্দোলনকে সমর্থন জানায়, যেখানে তাদের আকাঙ্ক্ষা হয় পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়া অথবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা। ভারত এই আন্দোলনকে ‘সন্ত্রাস’ হিসেবে ব্যাখ্যা করলেও পাকিস্তান তা দেখছে স্বাধীনতার বৈধ লড়াই হিসেবে।

এই দীর্ঘ সংঘাতে প্রাণ গেছে হাজার হাজার সাধারণ মানুষ, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যের। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান এই জল ও জমির দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।