ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চরম ভাষায় আক্রমণ করলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি মোদিকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে অভিহিত করে অভিযোগ করেন যে, মোদির নেতৃত্বে কেবল ভারতেই নয়, গোটা বিশ্বে অস্থিরতা বেড়েছে।
ডিজিপিআরের এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, ‘পাহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর যে প্রচেষ্টা ভারত চালাচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন এবং পরিকল্পিত অপপ্রচার। এটা একটা অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকার চেষ্টামাত্র।’
তিনি আরও জানান, পাকিস্তান পাহেলগামে সাধারণ মানুষের নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছে এবং এই বর্বর হামলার কঠোর নিন্দা জানিয়েছে।
আজমা অভিযোগ করেন, ‘ভারতের সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থাগুলো বরাবরই দোষ চাপানোর নেশায় ভুগছে। তারা প্রকৃত তথ্য লুকিয়ে রেখে পাকিস্তানকে দায়ী করতে চায়। তদন্তের আগেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে।’
এদিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত এক নতুন পদক্ষেপ ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ওড়িশা রাজ্য থেকে ১২ জন পাকিস্তানি নাগরিককে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেছেন, ‘স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশকারী পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করা হয়েছে। তারা ভিসার মেয়াদ পেরিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছে। তাদের শিগগিরই ফিরিয়ে পাঠানো হবে।’
তিনি আরও জানান, পুলিশ এখনো অন্যান্য অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্বার্থে কূটনৈতিক ভাষার সীমা ছাড়িয়ে যাওয়া এখন প্রায় স্বাভাবিক হয়ে উঠেছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় বিপদ।