ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ভারত ইসরায়েলের পথ অনুসরণ করছে বলে অভিযোগ পাকিস্তানের

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০১:০৫ পিএম
পিএমএল-এন পার্লামেন্টারি নেতা এবং সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি। ছবি: সংগৃহীত

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) পার্লামেন্টারি নেতা এবং সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকি অভিযোগ করেছেন, ভারত বর্তমানে ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে। 

তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন এবং গাজার মতো করতে চেষ্টা করছেন। 

পাকিস্তানি সিনেটর আরও বলেন, ‘ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ভারতকে গণতান্ত্রিক সনদ হারানোর জন্য দায়ী করেন। 

সিনেটর সিদ্দিকি বলেন, ‘পাকিস্তান যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য টিট-ফর-ট্যাট প্রতিক্রিয়া জানাবে।’ 

তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাঁধ নির্মাণের চেষ্টা করে, তা যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে।’

কিছু দিন আগে কাশ্মীরের পাহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র করেছে। ভারতীয় সরকার, কোনো তদন্ত ছাড়াই, পাকিস্তানকে অভিযুক্ত করে ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। 

পাকিস্তান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এটি অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণার সমান হবে।

এদিকে, হামলার ঘটনায় কাশ্মীরি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তারা ভারতের অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ এবং ‘আগে থেকেই করা’ বলে মন্তব্য করেছে। টিআরএফ দাবি করেছে, হামলার দায় স্বীকারের একটি পোস্ট তাদের ডিজিটাল চ্যানেলে প্রকাশিত হয়েছিল, কিন্তু তা ছিল সাইবার আক্রমণের ফলস্বরূপ। 

তারা আরও জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ নিরীক্ষায় ‘রাষ্ট্র-সমর্থিত ডিজিটাল আক্রমণ’ শনাক্ত হয়েছে, যা ভারতীয় সাইবার গোয়েন্দাদের দ্বারা পরিচালিত হতে পারে।