ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করতে চায় ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:১৬ পিএম
পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ম্যাপ। ছবি : সংগৃহীত

পাহেলগামের বৈসরণের ঘটনায় পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে চায় ভারত। এজন্য আর সার্জিক্যাল স্ট্রাইক নয়, সরাসরি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখলের ডাক দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এ ডাক দেন তিনি। কাশ্মীরে হামলার নেপথ্যে নিরাপত্তার গাফিলতি নিয়ে তদন্ত না করে ‘ন্যারেটিভ’ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

অভিষেক লিখেছেন, ‘গত কিছুদিন ধরে আমি একাধিক সংবাদমাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছিলাম। পাহেলগামে জঙ্গি হামলার নেপথ্যের নিরাপত্তায় গাফিলতি নিয়ে সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে।’

তৃণমূলের এই সাংসদ আরও লেখেন, ‘এটা আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয়। ওরা যে ভাষা বোঝে, এটা সেই ভাষায় জবাব দেওয়ার সময়। পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক।’

গত মঙ্গলবার পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিকেলে পাহেলগামে এক রিসোর্টে পর্যটকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

স্থানীয় সূত্রের দাবি, সন্ত্রাসীরা সেনার পোশাক পরে ছদ্মবেশে এসেছিল। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি ছুয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমে হামলার দায় স্বীকার করেছে বলে খবর প্রচার করা হলেও ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ তা অস্বীকার করেছ।