ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয়দের হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:২০ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) জিওটিভি নিউজ এ তথ্য জানিয়েছে।

লন্ডন থেকে সাংবাদিক মুর্তজা আলী শাহ জানান, হামলায় দূতাবাসের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের সাদা দেয়াল ও হাইকমিশনের ফলকে গেরুয়া রঙ ছিটিয়ে দেওয়া হয়। দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর একদিন আগে হাইকমিশনের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করেন। সে সময় সহিংসতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।

এদিকে, হামলার ঘটনার পর পাকিস্তানের সমর্থনে পাল্টা সমাবেশ হয়েছে লন্ডনে। ওই সমাবেশ থেকে ভারতের ‘দোষারোপের কূটনীতি’র বিরুদ্ধে নিন্দা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতের কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এ হামলার জন্য আন্তঃসীমান্ত সংযোগের অভিযোগ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে অন্তত সাতটি বড় পদক্ষেপ গ্রহণ করে। পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে হামলার ঘটনাটি এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

এ প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির বলেন, পাকিস্তান আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌পাকিস্তানের স্থিতিস্থাপকতা ও শক্তি আমাদের ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রোথিত। আমরা আত্মরক্ষার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, দ্বি-জাতি তত্ত্ব মুসলিম ও হিন্দুদের‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ মধ্যে পার্থক্য নির্দেশ করে, যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমাদের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসে অসীম ত্যাগ স্বীকার করেছেন। পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ এবং সেনারা প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান যেকোনো বহিরাগত হুমকির মোকাবিলা করতে প্রস্তুত।