ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

হামাস নির্মূলে ইসরায়েলি মিশনে যোগ দিল জর্ডান

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৫:২৪ পিএম
অস্ত্র হাতে হামাস যোদ্ধারা ছবি: মিডল ইস্ট আই

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাস নির্মূলের মিশনে এবার যোগ দিল জর্ডান। গাজা থেকে তিঙ হাজার হামাস সদস্যকে নির্বাসনের প্রস্তাব দিয়েছে তারা। 

জর্ডানের এই প্রস্তাব মূলত হামাস-কে নিরস্ত্রীকরণ এবং গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাস্টারপ্ল্যানের অংশ বলেই ধারণা করা হচ্ছে। 

মিডল ইস্ট আইয়ের (এমইই) প্রতিবেদন অনুযায়ী, জর্ডান গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে হামাস এবং তার সামরিক শাখার তিন হাজার সদস্যকে নির্বাসনের একটি পরিকল্পনা প্রস্তাব করেছে।

এই প্রস্তাবে হামাসের সদস্যদের মধ্যে সামরিক ও বেসামরিক নেতা উভয়ই অন্তর্ভুক্ত থাকবে।

এই পরিকল্পনার মাধ্যমে হামাসের শাসন থেকে গাজা মুক্ত হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারবে। প্রস্তাবের অংশ হিসেবে হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র করার আহ্বানও জানানো হয়েছে।

এ বিষয়ে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এটি এমন একটি সময়ে প্রস্তাব করা হয়েছে যখন ইসরায়েল গাজায় বিমান হামলা বৃদ্ধি করেছে। এই বছরের শুরুতে হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হওয়ার পর ১৮ মার্চ ইসরায়েলি যুদ্ধবিমান গাজা জুড়ে ব্যাপক হামলা চালায়।

তাদের বর্বর হামলায় প্রায় ২ শত শিশুসহ ৪ শত বেসামরিক নাগরিক নিহত হন। এরপর, ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩০০ ফিলিস্তিনি প্রাণ হারান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ৫০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় ১৮ হাজার শিশু রয়েছে।

এ ছাড়াও দখলদার ইসরায়েলিদের হামলায় অন্তত ১ লাখ ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

এই পরিস্থিতিতে, যুদ্ধবিরতি লঙ্ঘনের পরেও ফিলিস্তিনি আন্দোলন (হামাস) দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা পুনরায় শুরু করার ইচ্ছা প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার (২৫ এপ্রিল) বলেছেন, ‘হামাস গাজা শাসন করতে পারে না এবং তাদের নিরস্ত্রীকরণ করা উচিত।’ 

যুদ্ধের অবসান করতে হামাস নেতাদের গাজা থেকে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েলও। 

তবে, হামাস কর্মকর্তারা তাদের নিরস্ত্রীকরণ বা গাজা থেকে প্রস্থানের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, ফিলিস্তিনে যতদিন ইসরায়েলি দখলদারিত্ব থাকবে, ততদিন তারা অস্ত্র বহন করবে।

সূত্র: মিডল ইস্ট আই