পেহেলগামে ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার মিল পাচ্ছে বলে দাবি ইসরায়েলের। ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার এ দাবি করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যেভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালিয়েছিল, তার সঙ্গে জম্মু-কাশ্মীরের ‘সন্ত্রাসী’ হামলার মিল আছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় গত মঙ্গলবার ‘সন্ত্রাসী’ হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নেপালের নাগরিক রয়েছেন। পেহেলগামের এই ‘সন্ত্রাসী’ হামলার সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার অনেক মিল রয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি রাষ্ট্রদূত আজার।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার পেহেলগামে বেড়াতে গিয়ে আনন্দ করছিলেন পর্যটকেরা। আর ২০২৩ সালে ইসরায়েলে ধর্মীয় উৎসবে গানের জলসায় আনন্দ করছিলেন দর্শকরা। তখন হামলা করেছিল হামাস। ঘটনার দুটির মধ্যে অনেক মিল রয়েছে।’
ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, বিশ্বের প্রায় সমস্ত সন্ত্রাসবাদী সংগঠন একযোগে বিভিন্ন ‘অপারেশন’ চালাচ্ছে। তার মতে, ‘সন্ত্রাসবাদীরা অনেক জায়গায় মিলিতভাবে কাজ করছে। তারা একে অপরকে অনুকরণ করে মানুষ মারছে। তবে আমি নিশ্চিত, এদের হার হবেই।’
একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এসব দাবি করেছেন বলে জানিয়েছেন আজার। যেখানে দাবি করা হয়, পেহেলগামে ‘সন্ত্রাসী’ হামলার মাস দুয়েক আগে হামাসের কয়েকজন নেতা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ছিলেন।
গোয়েন্দা সূত্রের তথ্যমতে, হামাসের মুখপাত্র খালিদ আল-কাদুমি, নাজি জাহিরসহ হামাসের নেতা মুফতি আজমেরা গত ৫ ফেব্রুয়ারি রাওয়ালকোটে একটি পদযাত্রায় ছিলেন। তাতে প্রায় ১০০ নেতা ছিল বলে দাবি। সেখানে অনেকেই ভাষণ দেন।
মূলত, ছদ্মবেশে নিয়ে এই প্রথমবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে হামাস নেতাদের উপস্থিতির তথ্য পান গোয়েন্দারা। এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ফুটেজও সংগ্রহ করেছেন তারা।
গোয়েন্দা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার পর থেকে বার বার পাকিস্তানে যাতায়াত করেছে হামাসের কয়েকজন নেতা। এমনকি, হামাসের একটি দল জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর ‘সদর দপ্তর’-এ গিয়েছিল বলে দাবি করেছে ভারতীয় সংবদামাধ্যমগুলো।
২০২৪ সালের জানুয়ারিতে হামাসের মুখপাত্র আল-কাদুমিকে পাকিস্তানের পার্লামেন্টে আমন্ত্রণ জানানো হয় ভাষণ দেওয়ার জন্য। এসব মিলিয়ে পেহেলগামের ঘটনায় হামাসের যোগসূত্র দেখছেন ভারতীয় গোয়েন্দাদের একাংশ।
আপনার মতামত লিখুন :