ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মার্কিন জাহাজ পারাপার নিয়ে ট্রাম্পের অদ্ভুত দাবি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৮:০৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি: সংগৃহীত

আমেরিকান জাহাজগুলিকে পানামা ও সুয়েজ খাল দিয়ে কোনো ফি ছাড়াই যাতায়াত করতে দেয়া উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার দাবি,  এই কৌশলগত পথগুলি তাদের অস্তিত্বের জন্য আমেরিকার কাছে ঋণী। 

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথে এক পোস্টে লিখেছেন, ‘সামরিক ও বাণিজ্যিক উভয় ধরণের আমেরিকান জাহাজকেই পানামা ও সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে যাতায়াত করার অনুমতি দেয়া উচিত। যুক্তরাষ্ট্র ছাড়া এই খালগুলির অস্তিত্ব থাকত না।’  

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবিলম্বে এই পরিস্থিতির যত্ন নেওয়ার এবং স্মরণ করার নির্দেশ দেন ট্রাম্প। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ পানামা খাল সম্পর্কে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করেছেন। তিনি বলেন ‘তাদেরই নির্মিত খাল ব্যবহারের জন্য অর্থ প্রদান করা উচিত নয় মার্কিন যুক্তরাষ্ট্রের।’ 

পানামা খাল পানামার মধ্য দিয়ে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। অন্যদিকে মিশরের সুয়েজ খাল ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করে। 

এ পথটি ইউরোপ এবং ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ততম সামুদ্রিক পথ হিসেবে স্বীকৃত।

উভয় খালই যথেষ্ট পরিমাণে ট্রানজিট ফি ধার্য করে, যা জাহাজের আকার এবং পণ্যসম্ভারের উপর নির্ভর করে লক্ষ লক্ষ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

ইতোমধ্যেই ট্রাম্প প্রশাসন পানামা খালের উপর চীনের প্রভাব কমাতে কাজ করছে। ১২০ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র খালটি নির্মাণ করেছিল। ১৯৯৯ সালে পানামা খালের দায়িত্ব হস্তান্তর করে দেশটি।

 

সূত্র: মিডল ইস্ট মনিটর