পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অন্তত ৫৪ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) আফগানিস্তান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকা সীমান্তে ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহীনির মিডিয়া শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়, ২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেলএলাকায় পাক-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালৈ একদল সন্ত্রাসীর গতিবিধি লক্ষ্য করে সীমান্তরক্ষী বাহিনী। কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাক বাহিনী। সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের ফলে ৫৪ জন খারেজিকে জাহান্নামে পাঠানো হয়েছে।
নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে রাষ্ট্রীয়ভাবে ফিতনা ‘আল খারেজি’ শব্দটি ব্যবহার করা হয়। নিহতদের কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে।
গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যায়, খাওয়ারিজের এই দলটি তাদের ‘বিদেশি প্রভুদের’ নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে হাই-প্রোফাইল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য অনুপ্রবেশ করছিল বলে জানিয়েছে আইএসপিআর।
এতে আরও বলা হয়েছে, ‘ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, তখন সন্ত্রাসীদের এই ধরনের কর্মকাণ্ড স্পষ্টত করে যে তারা কার ইঙ্গিতে কাজ করছে। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্র ও তার নাগরিকদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার শামিল।’
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার বিস্তৃত। মাঝখানে বিরাট অংশ কাঁটাতারের বেড়া নেই এবং বেশ কয়েকটি ক্রসিং পয়েন্ট রয়েছে।