ইরানের আব্বাস শহরের বন্দরে বিস্ফোরণের পর দেশটিতে জরুরি সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রোববার (২৭ এপ্রিল) রাশিয়ার জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ইরানকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন পুতিন।
শনিবার (২৬ এপ্রিল) ইরানের সবচেয়ে বড় বন্দর আব্বাস বন্দরে রাসায়নিক উপকরণ বিস্ফোরণ থেকে বিশাল বিস্ফোরণ হয়।
নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতার কামনা জানিয়ে পুতিন বলেন, ইরানে সহায়তার জন্য একটি বেরিভ বি-২০০ অ্যাম্ফিবিয়াস বিমান এবং একটি ইলিউশিন ইল-৭৬ সামরিক পরিবহন বিমান পাঠানো হবে। এরমধ্যে বেরিভ বি-২০০ অগ্নিনির্বাপণে বিশেষভাবে ব্যবহৃত হয়।
অ্যামব্রে ইন্টেলিজেন্স জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য তৈরি কঠিন জ্বালানির একটি চালানের পরিচালনাগত ভুলের কারণে এই আগুন লেগেছে। এতে অন্তত ২৮ জন নিহত এবং ৮০০ জনের বেশি আহত হয়েছেন।