ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৬৮

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৪:০৭ পিএম
সা’দায় মার্কিনি হামলায় আফ্রিকান অভিবাসীরা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ছবি : রয়টার্স

ইয়েমেনের সা’দা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের আশ্রয়কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

সোমবার (২৮ এপ্রিল) হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আল-মাসিরাহ টিভির প্রতিবেদন অনুযায়ী, সা’দা প্রদেশ হুতি বাহিনীর শক্ত ঘাঁটি। এর আগেও সেখানে মার্কিনি হামলা হয়েছিল। এখনো পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার ও ৪৭ জন আহত হয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় আশ্রয়কেন্দ্রটিতে মোট ১১৫ জন আফ্রিকান অভিবাসী অবস্থান করছিলেন।  

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সমর্থিত হুতি বাহিনীকে লক্ষ্য করে সামরিক অভিযান তীব্র করেছেন। চলতি মাসের শুরুতে লোহিত সাগরের একটি জ্বালানি টার্মিনালে চালানো ভয়াবহ হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছেন।

লোহিত সাগরে চলাচল করা মার্কিন জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হুতিদের ওপর হামলা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।

গত এক দশক ধরে ইয়েমেনের উল্লেখযোগ্য অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে হুতিরা। ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরের জাহাজগুলোতে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যাচ্ছে।

হুতিদের দাবি, তারা গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।