ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ভারতে ১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, বিবিসিকে সতর্কতা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫, ০৫:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক ক্রিকেটার শোয়েব আখতারসহ পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত। নয়াদিল্লির অভিযোগ চ্যানেলগুলো ভারতের বিরুদ্ধে ‘উসকানি’ ও ‘সাম্প্রদায়িক স্পর্শকাতর’ তথ্য প্রচার করছে।

এ তালিকায় রয়েছে পাকিস্তারের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজ। এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কেও সতর্ক করেছে ভারত।

সোমবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় সরকার পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলো ব্লক করেছে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

যদিও বলা হচ্ছে, শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলটি সরকারের জারি করা তালিকায় অন্তর্ভুক্ত নয়। কিন্তু তার ইউটিউব চ্যানেল খুললে একটি বার্তা আসছে যে, এটি ভারতে দেখা যাবে না।

ভারতীয় দর্শকদের কাছে শোয়েব আখতার ছিলেন পরিচিত মুখ। তার ইউটিউব চ্যানেলে মূলত ক্রিকেট বিশ্লেষণ ও ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শোনা যেত। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের মধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তার চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারত থেকে কেউ এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে একই বার্তা পাচ্ছেন। বার্তায় বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সম্পর্কিত সরকারের একটি আদেশের কারণে সামগ্রীটি বর্তমানে এ দেশে অনুপলব্ধ।’

ভারত থেকে কেউ এসব চ্যানেলে প্রবেশের চেষ্টা করলে তিনি একটি বার্তা পাচ্ছেন।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে এ পদক্ষেপ নিতে সুপারিশ করেছে।

নরেন্দ্র মোদী সরকারের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে- দ্য ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।

এনডিটিভি লিখেছে, ভারতীয় সরকারি সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, এসব ইউটিউব চ্যানেলগুলো প্রতিবেশীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে ভারত, তার সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক ও সাম্প্রদায়িকভাবে স্পর্শকাতর বিষয়বস্তু, মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যান এবং ভুল তথ্য প্রচার করছিল।

‘কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে পাকিস্তান’, বিবিসি এমন একটি হেডলাইন করার পর ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে সতর্ক করেছে ভারত সরকার।

এ হেডলাইনের প্রতিক্রিয়ায় বেশ কয়েকজন ভারতীয় সামাজিকমাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, এ হেডলাইন যেন বলছে, ‘ভারত পর্যটকদের হত্যা করেছে’।