ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় দফায় তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত যুদ্ধবিরতি চলবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এ যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।
সোমবার (২৮ এপ্রিল) ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত সব সামরিক পদক্ষেপ স্থগিত করা হয়েছে। রাশিয়া বিশ্বাস করে যে, ইউক্রেনীয় পক্ষের এ উদাহরণ অনুসরণ করা উচিত। এ সময় ইউক্রেনীয় বাহিনী যুদ্ধরিবতি লঙ্ঘন করলে রাশিয়া যথেষ্ট ও তীব্র প্রতিক্রিয়া জানাবে।’
একতরফা যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ৩০ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন। কিন্তু উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল।
মধ্যস্থার চেষ্টাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের অধৈর্য হওয়ার পটভূমিতে পুতিনের দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির ঘোষণা এ বার্তা দেয় যে, রাশিয়া এখনো শান্তিতে আগ্রহী। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা বলছে, তারা এটি বিশ্বাস করে না।
গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার জন্য ট্রাম্প পুতিনের সমালোচনা করেছিলেন। ওয়াশিংটন বারবার হুমকি দিয়েছে যে, আলোচনার প্রকৃত অগ্রগতি না হলে শান্তি প্রচেষ্টা পরিত্যাগ করবে। এর সপ্তাহান্তে নতুন যুদ্ধবিরতির ঘোষণা আসলো।