ইউরোপের বুকে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট। আঁধারে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। ট্রাফিক সিগন্যাল থেকে বিমানবন্দর, রাস্তাঘাট থেকে মেট্রোস্টেশন, সর্বত্র মুখ থুবড়ে পড়েছে পরিষেবা। এমনই ছবি দেখা গিয়েছে স্পেন ও পর্তুগালে।
সোমবার (২৮ এপ্রিল) দেশ দুটির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্পেনের বিদ্যুৎ দপ্তর জানায়, পরিস্থিতি আগের মতো করতে অন্তত ৬ থেকে ১০ ঘণ্টা সময় লাগতে পারে। স্পেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, কী কারণে এমন বিদ্যুৎ বিভ্রাট তা খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
কী কারণে এমন অবস্থা?
বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। সাইবার হামলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সাইবার হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া হয়নি এখনও। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্পেনে একটি ক্রাইসিস কমিটি তৈরি করা হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার পরেই আপৎকালীন ক্যাবিনেট মিটিং ডেকেছে স্পেন ও পর্তুগালের সরকার। বিদ্যুৎ বিভ্রাটে উত্তর-পূর্ব স্পেনের সীমান্ত লাগোয়া ফ্রান্সের কিছু এলাকাতেও প্রভাব পড়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুতের সঙ্কটের কারণে স্পেনের বিমানবন্দরের পরিষেবা মুখ থুবড়ে পড়েছে।
একই ছবি পর্তুগালেও। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গোটা দেশেই ট্র্যাফিক সিগন্যালের সমস্যা হয়েছে। তার ফলে ধাক্কা খেয়েছে যানবাহন চলাচল। লিসবন ও পোর্তোতে মেট্রো পরিষেবা বন্ধ করতে হয়েছে। লিসবনের মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধ মেট্রোর মধ্যে আটকে রয়েছেন যাত্রীরা। মাদ্রিদে ওপেন টেনিস টুর্নামেন্ট চলছিল, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেই প্রতিযোগিতা আপাতত বন্ধ করতে হয়েছে।