কাশ্মীরে ঘটনার পর পাকিস্তানে প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
তিনি বলেন, ‘আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি। কারণ এটি এমন একটি বিষয়, যা এখন আসন্ন। সেই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সোমবার (২৮ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছেন খাজা আসিফ।
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের উত্তেজনা ক্রমবর্ধমান উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের বক্তব্য ক্রমশ তীব্র হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের আশঙ্কা সম্পর্কে সরকারকে অবহিত করেছে।’
মন্ত্রী বলেন, ‘পাকিস্তান উচ্চ সতর্কতায় রয়েছে। আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।’ তবে তিনি কেন আক্রমণ আসন্ন বলে মনে করছেন সে সম্পর্কে বিস্তারিত বলেননি।
এর আগে, পাকিস্তানিদের ওপর হামলা হলে ভারতীয়রাও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন খাজা আসিফ। গত ২৪ এপ্রিল ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ‘যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে, এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়। তাদের (ভারত) পরিণাম ভোগ করতে হবে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘যদি পাকিস্তানিদের ওপর হামলা হয়, তাহলে ভারতীয় নাগরিকেরাও নিরাপদ থাকবে না। ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে।’
আপনার মতামত লিখুন :