অবরুদ্ধ গাজা উপত্যকায় যেকোনো মূল্যে সামরিক নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। ভবিষ্যতে তা বজায় রাখার উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়েছেন দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ ছাড়াও ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) গাজা শাসন করতে দেবেন না বলে জানিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) জেরুলজালেমে ইহুদি সংবাদ সিন্ডিকেট (জেএনএস) আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নেতানিয়াহু বলেন, ‘হামাস সেখানে (গাজায়) থাকবে না। আমরা সেখানে পিএ স্থাপন করব না। কারণ আমাদের ধ্বংসের শপথ নেওয়া কোনো গোষ্ঠীকে সরকার বানানো মানে ধ্বংস ডেকে আনার শামিল। আমরা তা করব না। ইসরায়েল যেকোনো অবস্থায় সামরিকভাবে এলাকাটি নিয়ন্ত্রণ করবে। আমরা তা না করার জন্য কোনও চাপের কাছে নতি স্বীকার করব না।’
গাজায় ইসরায়েলি স্থল আক্রমণ বন্ধ করার জন্য মার্কিন প্রচেষ্টার সমালোচনা করে তিনি বলেন, ‘যুদ্ধের শুরুতে জো বাইডেন প্রশাসন তাকে অনুরোধ করেছিল ‘অভ্যন্তরে যাবেন না। স্থল আক্রমণ করবেন না। আকাশ থেকে হামলা করুন।’ তাদের উচ্চমার্গীয় পরামর্শ উপেক্ষা করে আমরা প্রবেশ করেছি।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল যখন গাজায় আক্রমণ করেছিল, ‘আমাদের বিরুদ্ধে তথ্যযুদ্ধ শুরু করেছিল’। আমরা লড়াই কমানোর এবং খুব শীঘ্রই লড়াই বন্ধ করার চাপের সম্মুখীন হয়েছিলাম।’
নেতানিয়াহু বলেন, ‘২০২৪ সালের মে মাসে রাফায় অনুপ্রবেশের জন্য যখন বাইডেন প্রশাসন ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়, তখন আমি প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বলেছিলাম ‘টনি, যদি আমাদের লড়াই করতে হয় তবে আমরা আমাদের নখদর্পণে লড়াই করব’।