মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:০২ পিএম

জম্মু-কাশ্মীরের ৪৮টি পর্যটনস্থল বন্ধ ঘোষণা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ১২:০২ পিএম

জম্মু-কাশ্মীরের ৪৮টি পর্যটনস্থল বন্ধ ঘোষণা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত

আবারও সন্ত্রাসী হামলা হতে পারে এমন আশঙ্কায় ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে ভারতের রাজ্য সরকার।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।  

গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এখনো আরও সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। ওই হামলার ‘প্রত্যাঘাত’ হিসেবে আবারও হামলার ছক কষছেন হামলাকারীরা। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, গত কয়েক দিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে জঙ্গিদের একাধিক ‘স্লিপার সেল’ সক্রিয় হয়েছে।

এতে আরও বলা হয়, শিগগিরই আবারও কোনো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে হামলা চালানো হতে পারে বলে ধারণা করছে ভারতের গোয়েন্দা বাহিনী। সেই আশঙ্কাতেই মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হলো ৪৮টি পর্যটনস্থল। এগুলোর মধ্যে কোনো কোনো স্থানে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান।

ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় বন্ধ করা হয়েছে- ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। এ ছাড়া গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকসহ অন্যান্য যেসব পর্যটন কেন্দ্র খোলা রয়েছে, সেগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেই হামলার পরেই কাশ্মীরজুড়ে পুরোদমে শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান। রাজ্যজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। তবে এখন পর্যন্ত হামলাকারীদের নাগাল পায়নি ভারতের নিরাপত্তা বাহিনী।

রূপালী বাংলাদেশ

Link copied!