ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মানবাধিকার রক্ষায় ‘বিপর্যয়কর’ ট্রাম্প প্রশাসন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:০৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ১০০ দিনের শাসন মানবাধিকারের জন্য চরম বিপর্যয়কর বলে জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

সোমবার (২৮ এপ্রিল) সংগঠনের মহাসচিব অ্যাগনেস কালামার্ড ব্রাসেলসে এক সভায় বলেন, ‘যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ১০০ দিন মানবাধিকারের জন্য বিপর্যয়কর হয়েছে।’

তিনি বলেন, এই সময়ে ট্রাম্প প্রশাসন রাষ্ট্রশক্তিকে করপোরেট নিয়ন্ত্রণের হাতে তুলে দিয়েছে। বিশেষ করে ধনকুবের ইলন মাস্কের মতো ব্যক্তি রাষ্ট্রক্ষমতার কাছাকাছি এসে পড়েছেন, যা দুর্নীতি, বিভ্রান্তি ও দায়মুক্তির এক নতুন যুগের সূচনা করেছে।

আন্তর্জাতিক সতর্কতা

কালামার্ড বলেন, ‘বিশ্বজুড়ে সরকারগুলোকে এখনই জেগে উঠতে হবে। না হলে এই বিষাক্ত ধারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিধ্বংসী নতুন স্বাভাবিক হয়ে দাঁড়াবে।’

তিনি যুক্তরাষ্ট্র, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বলেন, এই রাষ্ট্রগুলো ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্দশার প্রতি উদাসীন এবং সেই সঙ্গে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে ও নিজ দেশে ভিন্নমত দমন করে সেই দুঃখের অংশীদার হয়ে পড়েছে।

আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

কালামার্ড বলেন, ‘এই রাষ্ট্রগুলো জাতিসংঘ সনদ, গণহত্যা সনদ এবং আন্তর্জাতিক আইনের শাসনকে লঙ্ঘন করছে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এখন এমন এক সময়ে আছি, যেখানে সাহসের প্রয়োজন। সাহস, যাতে মিথ্যা প্রচার ও দ্বিমুখী নীতির বিরুদ্ধে দাঁড়ানো যায়। সাহস, যাতে মানবাধিকারের সার্বজনীন নীতিগুলোকে রক্ষা করা যায়।’