ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের সাইবার হামলায় টালমাটাল ভারত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:০৩ পিএম
ছবি: সংগৃহীত

পেহেলগাম ইস্যুতে উত্তপ্ত ভারত-পাকিস্তান কূটনীতি। টানা পাঁচ রাত উভয় পক্ষের সেনাদের মধ্যে চলেছে গোলাগুলি। তবে এবার যুদ্ধের ময়দানের পাশাপাশি লড়াই শুরু হয়েছে সাইবার জগতেও। ভারতীয় সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে পাকিস্তানি হ্যাকাররা। এখন পর্যন্ত চারটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৫ এপ্রিল) পাঞ্জাবের আর্মি কলেজ অফ নার্সিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল। এখন পর্যন্ত আরও চারটি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আর এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত পাকিস্তানি হ্যাকররা। কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর এই হ্যাকিংয়ের ঘটনা ঘটছে।

এবিপি আনন্দ জানিয়েছে, শ্রীনগর রানিক্ষেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে। তবে ওই ওয়েবসাইট পরবর্তীতে হ্যাক হয়েছে কি না সংবাদমাধ্যমটি তা নিশ্চিত করেনি। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর আরও চারটি ওয়েবসাইট হ্যাক করেছে পাকিস্তান। আর্মি ওয়েলফেরার হাউজিং অর্গানাইজেশনের ওয়েবসাইটেও হামলার চেষ্টা হয়েছে।

পেহেলগামে হামলার পর পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র নতুন ছক প্রকাশ্যে আসার দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভারতীয় কর্মকর্তার নাম বলে ফোন করে তথ্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। সেনা সদস্যরা গতিবিধি সম্পর্কে জানার চেষ্টা করছে আইএসআই। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে জবাব দিতে আজ মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠক বসেছে বিএসএফ, আসাম রাইফেলস, এনএসজি, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।