ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

উত্তেজনার মধ্যে মোদী-অমিত শাহের পদত্যাগ দাবি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডানে) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (বামে)। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন ক্ষমতাসীন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোর বিষয়ে বারবার ‘আত্মসমর্পণ’ করার কথা উল্লেখ করেছেন তিনি।

সুব্রহ্মণ্যম স্বামী এক বিবৃতিতে বলেন, পেহেলগামে হামলার পর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে ভারতের বৈদেশিক সম্পর্ককে ভুলভাবে পরিচালনার জন্য মোদী ও অমিত শাহের পদত্যাগ করা উচিত।

তিনি অভিযোগ করেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব চীন, পাকিস্তান, মালদ্বীপ ও বাংলাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বারবার আত্মসমর্পণ করেছে।

সতর্ক করে তিনি বলেন, ‘চীন এখন প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে জোট বাঁধছে।ভারত আঞ্চলিক ফ্রন্টে নিজেকে বিচ্ছিন্ন অবস্থায় পেয়েছে।’

স্বামী আরও বলেন, ‘চীন ও তুরস্ক উভয়ই পাকিস্তানের সঙ্গে দৃঢ় অবস্থান নিয়েছে, ফলে ভারত কূটনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। ভারত একা দাঁড়িয়ে আছে। আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন; মোদিকে পদত্যাগ করতে হবে।’