বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৪৪ পিএম

‘মিম যুদ্ধে’ কংগ্রেস-বিজেপি,  মুচকি হাঁসছে পাকিস্তান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৭:৪৪ পিএম

‘মিম যুদ্ধে’ কংগ্রেস-বিজেপি,  মুচকি হাঁসছে পাকিস্তান

একে অপরকে কটাক্ষ করে কংগ্রেস ও বিজেপির পোস্ট। ছবি : এক্স

পেহেলগামের ঘটনার পর ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোদ কংগ্রেসের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট জন্ম দিয়েছে তুমুল আলোচনার। সেই পোস্ট আবার রিশেয়ার দিয়েছেন পাকিস্তানের সাবেক এক মন্ত্রী। এই ঘটনায় কংগ্রেসের তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি।

সোমবার (২৮ এপ্রিল) এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে কংগ্রেস। ছবিতে একটি পোশাকে শরীরের রূপরেখা ছিল, কিন্তু এটি ছিল মাথাহীন। আর ছবির ওপরে লেখা ছিল ‘গায়েব’ (নিখোঁজ)। এটাকে একধরনের মিম বলা যায়, যদিও সেখানে মোদির নাম উল্লেখ করা হয়নি। তবে ছবির আদল ও ক্যাপশন দেখে বোঝা যায়, মোদিকেই ইঙ্গিত করা হয়েছে।

এছাড়া ক্যাপশনে লেখা ছিল ‘দায়িত্বের সময় অদৃশ্য হয়ে যান’, যা মূলত প্রধানমন্ত্রী মোদিকে ইঙ্গিত করে বলা।

পেহেলগাম হামলার পরে থেকেই বিরোধী দলগুলো ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করে আসছে। বিশেষ করে, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে কংগ্রেস বারবার প্রশ্ন তুলেছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের এই মিম ভারতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কংগ্রেসের ওই পোস্টের পর আজ মঙ্গলবার বিজেপি তাদের এক্স হ্যান্ডলে বলেছে, কংগ্রেস ‘সার তান সে জুদা’র (দেহ থেকে মাথা আলাদা) চরমপন্থী স্লোগান প্রচারের জন্য মাথাহীন একটি কুর্তার ছবি দিয়েছে। এর মাধ্যমে তারা ‘মুসলিম লীগ ২.০’-এর প্রতি সমর্থন দেখিয়েছে—যা তাদের বিভাজনমূলক, বেপরোয়া ও লক্ষ্যহীন রাজনীতির বহিঃপ্রকাশ।

তবে বিজেপির সমালোচনার আরও একটি কারণ আছে। সেটি হলো, পাকিস্তানের সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী কংগ্রেসের সেই পোস্ট রিশেয়ার করেছেন এবং ক্যাপশনে মোদিকে নিয়ে ব্যঙ্গ করেছেন।

বিজেপি বলছে, মোদি পাকিস্তানকে সেই ভাষাতেই জবাব দিয়েছেন, যা পাকিস্তান বোঝে। কিন্তু কংগ্রেসের ওই পোস্টের পর ইসলামাবাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলগুলো সেই ছবি রিশেয়ার করছে, যা তাদের জিহাদি মতাদর্শকেই প্রকাশ করে। 

বিজেপির পোস্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান এবং @INCIndia (ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস)-এর সহযাত্রীরা যতই হুমকি দিক না কেন, নতুন ভারত নত হবে না, ভাঙবে না। সন্ত্রাসকে বুলেটের মাধ্যমে মোকাবিলা করা হবে, বিরিয়ানি দিয়ে নয়।’

পাকিস্তানের সাবেক মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরী কংগ্রেসের পোস্টটি রিশেয়ার করে উর্দুতে লিখেছেন, ‘ওহ্! গাধার মাথা থেকে শিং গায়েব হওয়ার গল্প শুনেছিলাম, এখানে দেখি মোদি সাহেব গায়েব হয়ে গেছেন (#NaughtyCongress)।’ সাবেক এই মন্ত্রী তার পোস্টে #NaughtyCongress হ্যাশট্যাগও যুক্ত করেন।

Link copied!