রাশিয়ার ঘোষিত দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি ৩ থেকে ৩০ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মস্কো। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী মে মাসের প্রথম দিকে রাশিয়াকে ঘোষিত যুদ্ধবিরতির সময় ৩০ দিন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। মস্কো বিষয়টি বিবেচনায় নিয়েছে। তবে বেশ কিছু ‘প্রশ্নের উত্তর’ না দিয়েই ‘দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে যাওয়া কঠিন’ হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয়ের ৮৯তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৮ থেকে ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার একতরফা যুদ্ধবিরতি ঘোষণাকে ‘কারচুপির প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন জেলেনস্কি।
ইউক্রেনীয় এই নেতা প্রশ্ন তোলেন, মস্কো কেন কিয়েভের প্রস্তাবিত কমপক্ষে ৩০ দিন স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না।
জেলেনস্কির কথার পাল্টা জবাবে পেসকভ বলেন, পুতিনের তিন দিনের বিরতির প্রতি ইউক্রেন থেকে ‘সরাসরি প্রতিক্রিয়া’ পাননি, যা ‘সদিচ্ছার অভাবের ইঙ্গিত’। তিনি নিজেই ‘ছলচাতুরি’ করছেন।
উভয়ের মধ্যে যুদ্ধের অবসান ঘটানে একটি চুক্তিতে ঐকমত্য হওয়ার আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউস। কিন্তু এর মধ্যেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। এতে অনেকটা বিরক্ত ও অধৈর্য হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধ অবসানের আলোচনায় কার্যকর অগ্রগতি না হলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র।