পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে মিথ্যা অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত।
এ ছাড়াও পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা জারির ঘোষণা দেন।
বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে এক জরুরী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে আতাউল্লাহ তারার বলেন, ভারত পেহেলগামের ঘটনাকে মিথ্যা অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। ভারতের জন্য এটা সর্বশেষ সতর্কবার্তা। তাদের যেকোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দেওয়া হবে। এই অঞ্চলে যেকোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানের এই তথ্যমন্ত্রী বলেন, এই অঞ্চলে বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকায় ভারতের স্ব-অভিনন্দনমূলক ভূমিকা বেপরোয়া এবং তীব্রভাবে প্রত্যাখ্যাত। পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং এই অভিশাপের যন্ত্রণা সত্যিই বোঝে। আমরা সর্বদা বিশ্বের যেকোনো স্থানে এর সকল রূপ ও প্রকাশের নিন্দা জানিয়েছি।
তিনি বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান খোলাখুলিভাবে সত্য নির্ণয়ের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশন কর্তৃক স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে। দুর্ভাগ্যবশত, যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘর্ষের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল উদ্দেশ্য প্রকাশ করার জন্য যথেষ্ট প্রমাণ।
ভারতকে পাল্টা জবাব দিতে পাকিস্তান সবসময় প্রস্তুত উল্লেখ করে আতাউল্লাহ তারার বলেন, ভারতের এই ধরনের যেকোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে ও কঠোরতার সাথে দেওয়া হবে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই বাস্তবতায় সচেতন থাকতে হবে যে, উত্তেজনাকর পরিস্থিতি ও এর ফলে সৃষ্ট পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে। যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তানি জনগণ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান তিনি।
এ ছাড়াও পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা জারি করার বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :