সুইডেনের উপসালা শহরের ভাকসালা স্কয়ার এলাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতদের স্বজনদের এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার ও তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সংবাদমাধ্যম এসভিটি জানায়, সন্দেহভাজন হামলাকারী একজন ইলেকট্রিক স্কুটারে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ধারণা করছে, তিনি স্কুটারেই পালিয়ে গেছেন।
পুলিশ মুখপাত্র ম্যাগনাস ক্লারিন বলেন, “আমরা এলাকাটি থেকে একাধিক গুলির শব্দ পাওয়ার রিপোর্ট পেয়েছি। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন এবং ঘটনাটি অত্যন্ত গুরুতর।”
সুইডেনের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে গ্যাং-সংঘাতজনিত সহিংসতা বাড়ছে। ইউরোপীয় পার্লামেন্টের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়, সুইডেন বর্তমানে সংঘবদ্ধ অপরাধ চক্রের হুমকির মুখে রয়েছে। উপসালার এই গুলিবর্ষণ সেই সহিংস ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।