ভারতের পানিবন্ধের হুমকির তীব্র জবাব দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, "একটা ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব।"-খবর জিও নিউজের।
সিনেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ইসহাক দার বলেন, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে ‘সাজানো নাটক’ হিসেবে ব্যবহার করে ভারত সিন্ধু পানি চুক্তি বাতিলের পাঁয়তারা করছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ভারত একতরফাভাবে এই আন্তর্জাতিক চুক্তি বাতিল করতে পারে না।”
ইসহাক দার আরও দাবি করেন, পানিবন্ধের হুমকির বিষয়ে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে। চীন ও তুরস্ক এই ইস্যুতে পাকিস্তানের পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৬০ সালে ভারতের সঙ্গে পাকিস্তানের সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে উভয় দেশ নদীর জলবণ্টন নিয়ে পারস্পরিক সমঝোতায় পৌঁছায়। সাম্প্রতিক সময়ে চুক্তি নিয়ে ভারতের কিছু অবস্থান ঘিরে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করে আসছে।
আপনার মতামত লিখুন :