ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোদি-অমিত শাহর পদত্যাগ চাইলেন বিজেপি নেতা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:২৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রবীণ নেতা ও সাবেক সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন।

তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্র নীতি বারবার আত্মসমর্পণের মাধ্যমে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, যার দায় নিতে হবে শীর্ষ নেতৃত্বকে।

এক বিবৃতিতে স্বামী বলেন, “পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রতিশোধ না নিয়ে সরকার চুপ করে বসে রয়েছে। এটাই প্রমাণ করে, মোদি ও শাহর নেতৃত্বে পররাষ্ট্র নীতি কার্যকরভাবে ব্যর্থ হয়েছে। তাদের এখনই পদত্যাগ করা উচিত।”

তিনি আরও বলেন, “চীন, পাকিস্তান, মালদ্বীপ এবং বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান বারবার দুর্বল হয়েছে। চীন এখন প্রকাশ্যে পাকিস্তানের সঙ্গে জোটবদ্ধ। আমাদের কূটনৈতিক ব্যর্থতা এই অঞ্চলে ভারতকে একঘরে করে ফেলেছে।”

স্বামী অভিযোগ করেন, “আমাদের কূটনৈতিক পরিসর এখন সংকীর্ণ। চীন ও তুরস্ক পাকিস্তানের অবস্থানকে সমর্থন করছে। এই পরিস্থিতিতে ভারতে একটি নতুন, দৃঢ় নেতৃত্ব প্রয়োজন।”

প্রসঙ্গত, বিজেপির ভেতর থেকেই এমন তীব্র সমালোচনা বিরল হলেও সুব্রহ্মণ্যম স্বামী অতীতেও মোদি সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করে আলোচনায় এসেছেন।