বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:৪৫ এএম

কলকাতার হোটেলে আগুন, নিহত ১৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৯:৪৫ এএম

কলকাতার হোটেলে আগুন, নিহত ১৪

কলকাতায় হোটেলে আগুন। ছবি- সংগৃহীত

কলকাতার বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের। নিহতদের মধ্যে রয়েছেন দুই শিশু, এক নারী ও ১১ জন পুরুষ। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় সময় আনুমানিক সাড়ে ৭টার দিকে।

পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সাংবাদিকদের জানান, কলকাতার প্রাণকেন্দ্র বড়বাজার এলাকার ঋতুরাজ নামক ছয়তলা একটি হোটেলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় হোটেলের একতলায় থাকা একটি গুদামে, যেখানে দাহ্য পদার্থ মজুত রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে উপরের তলাগুলোতেও। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকেই।

ফায়ার সার্ভিসের অন্তত ১৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রাত ৩টার দিকে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুইজন ফায়ার সার্ভিস কর্মীও আঘাতপ্রাপ্ত হন।

হোটেলটির দোতলায় ছিল একটি রেস্তোরাঁ, যেখানে সে সময় অনেক অতিথি খাবার খাচ্ছিলেন। তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের আবাসিক কক্ষ।  

ঘটনাস্থল ঠেকে মোট ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত ৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা ও আত্মীয়দের সহায়তায় কাজ করছে প্রশাসন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না এবং অগ্নিনির্বাণের মৌলিক নিরাপত্তা বিধিনিষেধ মানা হয়নি। বিষয়টি তদন্তে একটি বিশেষ টিম গঠন করেছে কলকাতা পুলিশ ও দমকল বিভাগ।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি অনেক পুরোনো এবং বারবার অভিযোগ করার পরও মালিকপক্ষ কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি। ঘটনার সময় বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হোটেল মালিক ও ম্যানেজারকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!