যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালিয়েছে। এটি ছিল যুক্তরাজ্যের প্রথম অংশগ্রহণ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন তীব্র অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।
এই অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন রাফ রাইডার’।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাটি ইয়েমেনের রাজধানী সানার প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে। এই স্থাপনাটি হুতিরা ড্রোন তৈরির কাজে ব্যবহার করত, যা রেড সি ও গালফ অব অ্যাডেনে জাহাজে হামলা করতে ব্যবহৃত হয়।
ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন এফজিআর৪ জেট বিমান পেভওয়ে চতুর্থ প্রজন্মের গাইডেড বোমা ব্যবহার করে এই হামলা চালায়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি বলেছেন, ‘এ পদক্ষেপটি হুতিদের নৌ চলাচলে হুমকি সৃষ্টির প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রেড সি দিয়ে জাহাজ চলাচলে ৫৫ ভাগ হ্রাস হয়েছে, যা বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির কারণ হয়েছে এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে।’
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে, হুতি বিদ্রোহীরা সানা ও সাদা এলাকায় একাধিক হামলার খবর দিয়েছে।
এ হামলা যুক্তরাজ্যের প্রথম অংশগ্রহণ, যা ট্রাম্প প্রশাসনের অধীনে পরিচালিত হয়। যুক্তরাজ্য জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের হামলা পরিকল্পনা করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে, বিশেষ করে রেড সি অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যপথকে কেন্দ্র করে।
আপনার মতামত লিখুন :