ভারত-পাকিস্তান সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে পাক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ শরিফ বলেছেন, ‘পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ। এত সহজে কেউ এই দেশে হামলা চালাতে পারবে না।’
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মরিয়াম নওয়াজ বলেন, ‘আজ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, তবে আতঙ্কের কিছু নেই।
আল্লাহর রহমতে আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত ও সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে, এই দেশ পারমাণবিক শক্তিধর।’
তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত হুমকি আসে, তাহলে জাতি হিসেবে আমাদের সবাইকে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।’
মরিয়াম নওয়াজ এ সময় পাকিস্তানের সামরিক শক্তির মূল ভিত্তি হিসেবে শহীদদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।
পাশাপাশি তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার পেছনে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন।
পাকিস্তানি দৈনিক দ্য ডন জানায়, তিনি এমন এক সময়ে এই মন্তব্যগুলো করেছেন, যখন কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
পাকিস্তান সরকার জানিয়েছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমান্ত পার করে সামরিক অভিযান চালাতে পারে।
এমন আশঙ্কার মধ্যেই প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ফোনে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসী কোনো পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।’
এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এক ধাপ এগিয়ে বলেছেন, ‘যদি ভারত সত্যিই সামরিক অভিযান চালায়, তাহলে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতেও বাধ্য হতে পারে।’
দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীর উদ্বেগে ফেলেছে। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ ও অন্যান্য প্রধান শক্তিধর দেশগুলো।
আপনার মতামত লিখুন :