ঢাকা শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

অভিবাসীদের আলবেনিয়া পাঠাচ্ছে ইতালি

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১২:৫৬ এএম

অভিবাসীদের আলবেনিয়া পাঠাচ্ছে ইতালি

ছবি: ইন্টারনেট

ঢাকা: ইতালি থেকে অভিবাসনপ্রত্যাশীদের আলবেনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরেই ইতালি থেকে অভিবাসনপ্রত্যাশীদের অন্য দেশে পাঠানো নিয়ে আলোচনা চলছিল। 

তবে মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন মহলের চাপের মুখে বিতর্কিত পরিকল্পনাটি আলোর মুখ দেখেনি। তবে গত সোমবার নৌবাহিনীর জাহাজে করে অভিবাসনপ্রত্যাশীদের একটি দলকে আলবেনিয়ায় পাঠানোর মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত রূপ পেল।

অভিবাসনপ্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। এরই মধ্যে ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের কাছে থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি জাহাজ ছেড়ে গেছে। 

তবে প্রথম চালানে কতজনকে আলবেনিয়ায় পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আলবেনিয়ার পাঠানো অভিবাসনপ্রত্যাশীরা সবাই পুরুষ। নিজ দেশে ‘নিরাপদ’ বলে মনে করা হয়, এমন ২১টি দেশের তালিকা থেকে তাদের বেছে নেওয়া হয়েছে। ইতালির করা এই নিরাপদ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট ও তিউনিসিয়া।
 

রূপালী বাংলাদেশ

Link copied!