ঢাকা: ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার মোট মৃতের সংখ্যা এখন প্রায় ৪৩,৮০০। অবরুদ্ধ এই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন। ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে এবং সরবরাহকৃত খাবার দৈনিক চাহিদার মাত্র ৬ শতাংশ। আহত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩ হাজার।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে।
আপনার মতামত লিখুন :