ঢাকা: ডোনাল্ড ট্রাম্পের জীবন নানা চমক, সাফল্য এবং বিতর্কে পরিপূর্ণ। নন্দিত ও নিন্দিত, প্রশংসিত ও সমালোচিত এই ব্যক্তিত্ব একবার আমেরিকার প্রেসিডেন্ট হন এবং পরেরবার হেরে যান। এরপর চার বছরের বিরতির পর আবারও নির্বাচনে ফিরে এসে জয় লাভ করেন এবং যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বিরল ইতিহাস গড়েন।
ট্রাম্পের রাজনৈতিক জীবনের শুরু ২০১৬ সালে। তখন তিনি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন, যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া ট্রাম্পের জীবনজুড়ে রয়েছে ভাঙা-গড়ার গল্প।
ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও বাবার প্রতিষ্ঠানে ছোট পদে চাকরি দিয়ে পেশাজীবন শুরু করেন। এর পর তিনি ধীরে ধীরে আবাসন ব্যবসা, হোটেল, গলফ কোর্স ও ক্যাসিনো ব্যবসায় সফলতা অর্জন করেন এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতার স্পনসর হয়ে, `দ্য অ্যাপ্রেনটিস` টিভি শো-এর মাধ্যমে সেলিব্রিটি হয়ে ওঠেন।
তিনবার বিয়ে করেছেন ট্রাম্প, বর্তমান স্ত্রীর নাম মেলানিয়া। পাঁচ সন্তানের বাবা ট্রাম্প নিজের প্রার্থিতা ঘোষণা করে ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হন। এরপর ২০২০ সালে পুনঃনির্বাচনে হেরে গেলেও ২০২৪ সালে তিনি আবারও প্রার্থী হন।
তাঁর বিরুদ্ধে নানা বিতর্ক, মামলা, রাজনৈতিক সহিংসতার অভিযোগ এবং প্রচেষ্টা থাকা সত্ত্বেও ট্রাম্পকে থামানো যায়নি। আমেরিকানদের ভোটে জয়লাভ করে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আবারও হোয়াইট হাউজে প্রবেশ করতে চলেছেন তিনি।
আপনার মতামত লিখুন :