ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪

জর্জিয়ায় ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকিতে রাশিয়া জড়িত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৮:৫৬ এএম

জর্জিয়ায় ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকিতে রাশিয়া জড়িত

ছবি: ইন্টারনেট

ঢাকা: জর্জিয়ার ফুলটন কাউন্টিতে বোমা হামলার হুমকির ঘটনায় রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন স্টেট সেক্রেটারি ব্র্যাড রাফেন্সপারগার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই হুমকিগুলোকে তেমন বিশ্বাসযোগ্য মনে না হলেও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

রাফেন্সপারগার জানান, আগাম ভোটে জর্জিয়ায় প্রায় চার মিলিয়ন ভোটার অংশ নিয়েছেন। স্টেটের সব ভোটকেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন এবং ভোটকেন্দ্রের ঠিকানা পরিবর্তনের অভিযোগ পাওয়া যায়নি। যদিও কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতে ১৫ থেকে ৩০ মিনিটের বিলম্ব হয়েছে, তবে কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়নি।

ফুলটন কাউন্টিতে পাঁচটি স্থানে ভুয়া বোমা হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য দুটি কেন্দ্র থেকে ভোটারদের সাময়িক সরিয়ে নেওয়া হয়। আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। কাউন্টির ইলেকশন ডিরেক্টর নাদিন উইলিয়ামস জানান, এসব হুমকি ভুয়া বলে নিশ্চিত হওয়ায় ভোটকেন্দ্রে কার্যক্রম পুনরায় শুরু করতে পারা সম্ভব হয়েছে, এবং তিনি নিরাপত্তা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!