ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ধর্মীয় সম্প্রীতির প্রত্যাশায়

টাইমস স্কোয়ারে দুর্গাপূজায় মানুষের ঢল

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০১:১২ এএম

টাইমস স্কোয়ারে দুর্গাপূজায় মানুষের ঢল

ছবি: সংগৃহীত

ঢাকা: ‘অসুর শক্তি বিনাশকারী দেবী দূর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, সমাজে ফিরবে শান্তি’ এবং ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করার প্রত্যাশায় বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে সনাতনী হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার নানা অনুষ্ঠান শুরু হয়েছে ৫ অক্টোবর শনিবার অপরাহ্নে।

বাংলাদেশের হিন্দুরাই শুধু নন, ভারতীয় বাঙালি হিন্দু-সহ বিভিন্ন ধর্ম-বর্ণ আর গোত্রের হাজারো নারী-পুরুষের সরব উপস্থিতিতে নিউইয়র্ক সিটির প্রাণকেন্দ্র টাইমস স্কোয়ার নেচে উঠেছে ঢাকের শব্দে আর ধূপ ধূনোর সুগন্ধে।

উল্লেখ্য, নিউইয়র্ক অঞ্চলে লক্ষাধিক হিন্দুর বসতি ঘটলেও এই প্রথম টাইমস স্কোয়ারে দুর্গা পূজা উদযাপনের কর্মসূচি গ্রহণ করে ‘বেঙ্গলী ক্লাব ইউএসএ’ এবং ‘হিন্দু কম্যুনিটি অব নিউইয়র্ক’। বিশ্বের ক্রসরোডস নামে খ্যাত টাইমস স্কোয়ারে প্রতিমা স্থাপনের পরই কৌতূহলী আমেরিকানরা সেখানে ভীড় জমাতে থাকেন। 

বিভিন্ন ধর্ম আর জাতিগোষ্ঠির ট্যুরিস্টরাও অবাক বিস্ময়ে দুর্গা দেবীর প্রতিমা অবলোকনের মধ্যেই সকাল ১১টায় পূর্জা-অর্চনা শুরু হয়। কীর্তন আর অঞ্জলীর মধ্যেই প্রসাদ বিতরণ করা হয় আয়োজকদের উদ্যোগে। চমৎকার আবহাওয়ায় অপরাহ্ন ৪টায় পূজার আমেজ আর ধর্মীয় চেতনার পরিপূরক নৃত্যগীতে অংশ নেয় বিশিষ্ট শিল্পীরা। সমবেত নৃত্যে উপস্থিত সকলের প্রশংসা কুড়ায় আড্ডার শিল্পীরা।

এ পর্বের সমন্বয় করেন আড্ডার পরিচালক আল্পনা গুহ। শুভ রায় এবং সোনিয়ার সাবলিল উপস্থাপনায় দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণাতিথি ভক্তিমূলক গানের মাধ্যমে পুরো আয়োজনকে পরিপূর্ণতা দেন। এ সময় মাটি ব্যান্ডের প্রধান ও লীড গিটারিস্ট পার্থ গুপ্তের নেতৃত্বে যন্ত্রীরা ঝলমলে টাইমস স্কোয়ারকে বাঙালি উচ্ছ্বাসে উজ্জীবিত করেন। ভিন্ন ভাষার সংস্কৃতি প্রেমীরাও কৃষ্ণাতিথির সুরে মাতোয়ারা হয়ে উঠেছিলেন। ছিল কবিতা আবৃত্তির ব্যবস্থাও।

রূপালী বাংলাদেশ

Link copied!