ঢাকা: ক্রোয়েশিয়া শ্রমবাজারে ঘাটতি পূরণের জন্য বিদেশি কর্মী নিতে আগ্রহী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ বলেছেন, চলমান শ্রমিক সংকট মোকাবিলা করতে বিদেশি শ্রমিকদের ওপর আরও বেশি নির্ভর করতে হবে। বিশেষত, ক্রোয়েশিয়া তার পর্যটন, নির্মাণ এবং সেবা খাতের জন্য বিদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, এসব খাতে বিদেশি কর্মীরা অবদান রেখে আসছে এবং তাদের কাজের গুরুত্ব বাড়ানো হচ্ছে।
সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে চার বিদেশি কর্মী হামলার শিকার হন, যার পরিপ্রেক্ষিতে বোজিনোভিচ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যকে তীব্রভাবে নিন্দা করেন। তিনি বলেন, ‘‘এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক।’’ পাশাপাশি, বিদেশি কর্মীদের প্রতি সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না এবং যারা এই ধরনের হামলার শিকার হয়েছেন, তাদের সহায়তা দেওয়া অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এছাড়া, বোজিনোভিচ অভিবাসীদের জন্য একটি নিরাপদ এবং সহানুভূতিশীল সমাজ গড়ার আহ্বান জানান, যেখানে প্রতিটি মানুষ ভয়ের ঊর্ধ্বে থেকে জীবনযাপন ও কাজ করতে পারে। ক্রোয়েশিয়ান নাগরিকদের এমন একটি সমাজ গড়ার আহ্বানও জানান তিনি, যাতে সব অভিবাসী সমান মর্যাদা ও নিরাপত্তা পেতে পারে।
আপনার মতামত লিখুন :