ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৯:২৯ এএম

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন মারা গেছেন

ছবি: ইন্টারনেট

ঢাকা: মালয়েশিয়ার প্রাক্তন অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিন ৮৬ বছর বয়সে মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) কুয়ালালামপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, "আমি এমন একজন বন্ধুকে হারালাম, যে আমার সাথে জাতি-দেশ ও ধর্মের জন্য লড়াই করেছিল।"

দাইম জয়নুদ্দিন মাহাথির মোহাম্মদের অধীনে দুটি মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথমে ১৯৮৪ থেকে ১৯৯১ এবং পরে ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। অর্থনৈতিক সংস্কার ও বিনিয়োগবান্ধব নীতিমালার জন্য তিনি দেশজুড়ে প্রশংসিত হন। তার সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯ শতাংশে পৌঁছেছিল।

২০১৮ সালে মাহাথির মোহাম্মদ পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার পর দাইমকে রাষ্ট্রীয় উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেন, যেখানে তিনি সরকারি নীতি এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর ব্যবস্থাপনার উপর নজরদারি করেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!